ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে শয়নকক্ষে মিললো গৃহবধূর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
ফটিকছড়িতে শয়নকক্ষে মিললো গৃহবধূর মরদেহ  ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রুমা আকতার (৩৩) নামের ওই গৃহবধূ প্রবাসী মো. মনছুরের স্ত্রী।

তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভূজপুর ওয়াহাব মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের সাথে ওই গৃহবধূর প্রায়ই ঝগড়াঝাটি হতো। সকালে শয়নকক্ষে বিমের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ওসি মুহাম্মদ আরজুন জানান, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।