ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ব্যক্তির নাম মো. সেকান্দর (৬০)।

তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনির বাসিন্দা হলেও বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. সেকান্দর এর বিরুদ্ধে ২০২০ সালেও ধর্ষণের একটি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।  

জানা গেছে, শিশুর মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। গত ১৪ অক্টোবর বিকালে কন্যাকে বাসায় রেখে কাজে যাওয়ার পর সে উঠোনে খেলছিল। এসময় শিশুটিকে ডেকে ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্ত সেকান্দর। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয়। ওই সময় শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।