ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় মেহেদী হাসান (১৭) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

মেহেদী হাসান ওই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।

তার বাবা ট্রাক চালক ও মা গার্মেন্টসে চাকরি করেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে স্থানীয়রা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।