ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে নাজিরহাট বাজারের দরবার সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জামাল উদ্দিন হাটহাজারীর চারিয়া গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ ছালামের ছেলে।

ভবন মালিক মো. কাশেম জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করছিল।

সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. নাহিদ শারমিন বলেন, সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।