ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিবিরহাট বাজারে অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বিবিরহাট বাজারে অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্কফোর্স টিমের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় ৬ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফটিকছড়ির বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিত্য পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে ডিম বিক্রি করারসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬টি প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এর মধ্যে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে সবজি ও কাঁচামালের আড়তদার হক ভাণ্ডারী বাণিজ্যালয় ও বারো আউলিয়া বাণিজ্যালয়ের মালিকদেরকে ৪০ টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ডিমের মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং বেশি দামে ডিম বিক্রি করার জন্য ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ী সরকার আজমীর পোল্ট্রি কমপ্লেক্সের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে আরও তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

স্পেশাল টাস্কফোর্স অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা, ভেটেরিনারি সার্জন জাহাঙ্গীর মাহমুদ রাকিবসহ ছাত্র প্রতিনিধি এবং ফটিকছড়ি থানা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।