ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষিতে বালাইনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
কৃষিতে বালাইনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ...

চট্টগ্রাম: কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের  ঝুঁকি প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে নগরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও (এফএও) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিন।  

কর্মশালায় বক্তারা বলেন, রাসায়নিক বালাইনাশক মানুষের মুখ, ত্বক, শ্বাস-প্রশ্বাস, খাদ্য এবং পানি, নাক, চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

এটি মানুষ ও প্রাণীকূলের তীব্র ও দীর্ঘমেয়াদী অসুস্থতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিষাক্ত বালাইনাশকের পরিবর্তে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। পৃথিবীর প্রায় অনেক দেশে রাসায়নিক বালাইনাশকের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত মাত্রায় রাসায়নিকের উপস্থিতি মানুষ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ।  

ডিএই চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় এফএও’র ফসল উৎপাদন বিশেষজ্ঞ ড. দেলোয়ার আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলা ও ৪৬ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।