ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
হাটহাজারীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৩ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি মো. হাবিবুর রহমান।

 

মোহাম্মদ হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

হাসান ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। তিনি গোপনে দেশে আসা-যাওয়া করার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনকে বিষয়টি জানিয়ে রাখে। বুধবার রাতে দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

ওসি হাবিবুর রহমান জানান, মোহাম্মদ হাসানকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ