ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় তিন মাদকাসক্ত আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আনোয়ারায় তিন মাদকাসক্ত আটক ...

চট্টগ্রাম: আনোয়ারার বারখাইন ইউনিয়নে তিন মাদক সেবনকারী ও বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে তৈলারদ্বীপ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. বাবুল (৫৫), মো. আলম (৫০) ও মো. আরাফাত (২৩) তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এলাকায় মাদক সেবনরত অবস্থায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জাল টাকা, চাকু, বাটাল, গাজা, তামাক পাতা, গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, এলাকায় মাদক সেবন করার অভিযোগে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।