ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাতের আঁধারে সরকারি জমি দখল, দিনে উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
রাতের আঁধারে সরকারি জমি দখল, দিনে উদ্ধার  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় আবদুল মোনাফ নামের এক ব্যক্তি সরকারি প্রায় ৩২ শতক জমি দখল করে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মাণ করে শুরু করে। পরে খবর পেয়ে ইউএনও এবিএম মশিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভেঙে দেন অবৈধভাবে নির্মিত স্থাপনা। সরকারি প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।  

অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।