ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
পাহাড়তলীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার গয়নাছড়া এলাকা থেকে একটি দোনলা বন্দুকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) ভোরে হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থান থেকে বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলো- মো. আলমগীর (৩০) ও আব্দুস সাত্তার সোহেল (৪০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে জানান, হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ আলমগীর ও আব্দুস সাত্তার সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় গত ২৪ ও ২৫ অক্টোবর গ্রেপ্তার দুইজন দিনেদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল। তাদের বিরুদ্ধে নগরের পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।