ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মানব সেবার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
‘মানব সেবার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে’  ...

চট্টগ্রাম: সেবাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

মানব সেবার মধ্য দিয়েই এগিয়ে যাবে আমাদের সমাজ দেশ। সে লক্ষ্যকে সামনে নিয়েই রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে।
 

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর ক্লাব এসেম্বলি, ৫২তম নিয়মিত পাক্ষিক সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার রিজিওনাল চিফ জাহিদুল করিম কচি।  

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী এলাকায় উন্নয়ন সংস্থা অপকা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর আহ্বায়ক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি আরও বলেন, সাংবাদিকতায় আমার দীর্ঘ পথচলায় ভয়েস অব আমেরিকা, জার্মান রেডিও, বিবিসি লন্ডন সহ দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। মানবতা এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে আমি সবার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করি। সেই সম্পর্কেও মধ্য দিয়ে আমি মানুষের সেবা করে গেছি।

ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন রাঙ্গুনিয়ার শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ক্লাব সদস্যদেও মধ্যে ফেলোশিপ বৃদ্ধি এবং ক্লাবের কর্মসূচী এগিয়ে নিতে অবদান রাখায় ক্লাব প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রওশন আক্তার এবং ক্লাবের নতুন সদস্য শাহাবুদ্দিনকেও সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি জাহিদুল করিম কচি সংবর্ধিত চার ক্লাব নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেন্ট তুলে দেন।  

অনুষ্ঠানের শুরুতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ক্লাব এসেম্বলি পরিচালনা করেন রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু।  

অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নুসরাত জাহান কলি, পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর আলাউদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রওশন আক্তার, ভাইস প্রেসিডেন্ট বিলকিছ আক্তার, সেক্রেটারি সৈয়দ জসিম উদ্দিন, ডিরেক্টও (মেম্বারশিপ) মো. শাহাব উদ্দিন।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারি ক্লাব অব চিটাগাং ডাউন টাউন এর পাস্ট প্রেসিডেন্ট আফতাব উদ্দিন সিদ্দিকী, চিটাগাং রয়েলস এর চার্টার প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, চিটাগাং আন্দরকিল্লার প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, চিটাগাং এরিসটোক্রেট এর প্রেসিডেন্ট এস এম মুহিবুর রহমান, চিটাগাং ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট ওমর ফারুক।  

সভায় অতিথি মোহাম্মদ নুরুন্নবী ভূইয়া, মো. নাজমুল আহসান, শাখাওয়াত হোসেন শামিমকে রোটারি পিন পরিয়ে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, দ্য বিজনেস স্ট্যার্ন্ডাড পত্রিকার সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, ফটো জার্নালিস্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুফ, নুরুল আবছার তৌহিদ, এস এম রেজাউল করিম। অনুষ্ঠান শেষে মাদরাসা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন জাহিদুল করিম কচি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।