ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতা রোহান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতা রোহান গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁওয়ের মোহরা এলাকার শাহ আলম কন্ট্রক্টরের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল দক্ষিণ মোহরা এলাকার আব্দুস সবুরের ছেলে।  

চান্দগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আমিনুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।

কোতোয়ালী থানার বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার আসামি আমিনুল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।