ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘরে মিলল ৩০০ লিটার চোলাই মদ, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বসতঘরে মিলল ৩০০ লিটার চোলাই মদ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম: বোয়ালখালীতে বসতঘর থেকে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন নেজামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব কধুরখীলের ইমামনগর জমাদারঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নেজাম ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসতঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদসহ নেজামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (আজ) আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।