ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুর রহমান ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পাবলিক রিলেশন অফিসার (পিআরও) খলিলুর রহমানের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি করা হচ্ছে।  

তাদের নম্বর থেকে বিভিন্ন জনের মোবাইলে ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হচ্ছে।

কারও কাছ থেকে ১২ হাজার টাকা আবার কারও কাছ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ধার চাওয়া হচ্ছে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান নগরের কোতোয়ালী থানা সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৭৬) করেছেন।

এছাড়াও খলিলুর রহমানও জিডির প্রস্তুতি নিয়েছেন।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ছৈয়দ ওমর বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনা তদন্ত শুরু করেছি। থানার পক্ষ থেকে বিকাশে যোগাযোগ করা হয়েছে। যে নম্বর থেকে টাকা দাবি করা হচ্ছে সেই নম্বরের বিকাশে লেনদেন স্থগিত রাখার জন্য বলেছি। প্রতারক চক্রটি বিভিন্ন নম্বর থেকে টাকা দাবি করছে। প্রত্যেকের কাছে ১২ হাজার টাকা চাওয়া হচ্ছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।  

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিই) এসএম আবদুর রহমান বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের রেজাল্ট দেওয়া হয়েছে। আমরা চট্টগ্রামের প্রার্থীদের নিয়োগ দিচ্ছি। এ সুযোগকে কাজে লাগিয়ে আমার মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি করা হচ্ছে। প্রতারক চক্রটির ধারণা, হয়তো অনেকে ভুল করে টাকা পাঠিয়েও দিতে পারেন। আমি থানায় জিডি করেছি।  

সিভাসু’র পিআরও খলিলুর রহমানের মোবাইল নম্বর হ্যাক করে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। তার পরিচিত সব নম্বরে ম্যাসেজ দিয়ে ওই টাকা চাওয়া হয়। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে হ্যাক হয় এ কর্মকর্তার মোবাইল নম্বর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করেন।  

তিনি বাংলানিউজকে বলেন, ইদানিং একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। মোবাইল নম্বর হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে। এতে বিব্রতকর অবস্থা সৃষ্টি হচ্ছে। আমার মোবাইল নম্বর থেকে বন্ধু-বান্ধব, পরিচিত- অপরিচিত সবাইকে মেসেজ দিয়ে ২৫ হাজার টাকা চাওয়া হয়। এ চক্রটিকে গ্রেপ্তার করা হোক।  

প্রযুক্তিবিদরা বলছেন, ফোন হ্যাকিং থেকে বাঁচতে মালিসিয়াস অ্যাপ্লিকেশন এড়িয়ে চলা, ফিশিং সাইট এড়িয়ে চলা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা, মোবাইল অ্যাপস ব্যবহারে সতর্কতা অবলম্বন, বিশ্বস্ত ব্রাউজার ব্যবহার করা, অটো লগইন মোড অন না করা দরকার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।