ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে’  ...

চট্টগ্রাম: ফ্যাসিবাদী ও স্বৈরাচারী পতিত সরকারের সন্ত্রাসীরা এখনও নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নগরীর দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা-হাজারীগলিতে সৃষ্ট ঘটনা শুধু দুঃখজনক নয় নিরাপত্তার জন্য হুমকিসরূপ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী পরাজিত স্বৈরাচারের নেতা-কর্মীদের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-জনতাকে অনুরোধ জানান।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাইল, মাহমুদুল আলম, আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান রুমি, আবুল মোকাররম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, এম এ গফুর, মাহবুব আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।