ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বরে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
চট্টগ্রামের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বরে ...

চট্টগ্রাম: নগরের সব থানা, উপজেলা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগামী ১-৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫ সালের নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আগ্নেয়াস্ত্রশাখায় অস্ত্রসহ উপস্থিত হয়ে নবায়ন করতে হবে।

 

ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নির্ধারিত সময়সূচির মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন করতে হবে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত Digital Arms Management System (DAMS)-এ আগ্নেয়াস্ত্র লাইসেন্সগুলোর ডাটা এন্ট্রি দিতে হবে।

ডাটা এন্ট্রির জন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স নম্বর এবং আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের লাইসেন্স ও এনআইডির ফটোকপি, টিন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও লাইসেন্সধারী ব্যক্তির সই দাখিল করতে হবে। অন্যথায় DAMS-এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করা যাবে না এবং ভবিষ্যতে উক্ত সিস্টেম ব্যবহার করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না।

বন্দুক, শর্টগান এবং রাইফেল নবায়নের ক্ষেত্রে ৫ হাজার টাকা ও পিস্তল, রিভলবার এবং প্রতিষ্ঠানে ক্ষেত্রে ১০ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। নবায়ন ফি জমার কোড নম্বর-১-২২১১-০০০০-১৮৫৯ । নবায়ন ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট জমার কোড নম্বর- ১-১১৩৩-০০২৫-০৩১১ এবং নবায়ন ফির ওপর ১০ শতাংশ উৎস কর অথবা আয়কর জমার কোড নম্বর- ১-১১৪১-০০৪৫-০১১১।  

নবায়ন ফি, ভ্যাট ও উৎস কর অথবা আয়কর উল্লিখিত কোড নম্বরে সোনালী ব্যাংক লিমিটেডের কোর্টহিল শাখায় জমা দিতে হবে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৫ আগস্ট ৪৪,০০,০০০০,০৭৭,২১,০২৫,২০২১-৩৩০ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী যে সব লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে সেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবায়নের কার্যক্রম স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।