ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতা জামাল আহমেদ’র মৃত্যুতে আমীর খসরুর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
বিএনপি নেতা জামাল আহমেদ’র মৃত্যুতে আমীর খসরুর শোক ...

চট্টগ্রাম: হালিশহর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি জামাল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি তিন ছেলে দুই মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর ফইল্লাথলি বাজারে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জামাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

শোকবার্তায় তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে  বিএনপির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন জামাল আহমেদ। তিনি অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন, দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। সামাজিক কর্মকাণ্ডে ও তার অবদান ছিল অপরিসীম। কর্মের মধ্যে দিয়ে তিনি নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন।  

বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।