ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিমান্ডে সাবেক এমপি একরামুল করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
রিমান্ডে সাবেক এমপি একরামুল করিম ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের খুলশী থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, নগরের খুলশী এলাকার বাসা থেকে গত ১ অক্টোবর রাতে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এই ঘটনায় খুলশী থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, একরামুল করিম চৌধুরীকে খুলশী থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে  একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।