ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিজের ছবিসহ ব্যানার ছিঁড়ে যে বার্তা দিলেন মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
নিজের ছবিসহ ব্যানার ছিঁড়ে যে বার্তা দিলেন মেয়র ...

চট্টগ্রাম: নগরের সৌন্দর্যহানি করে এমন ব্যানার, ফেস্টুন, স্টিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে নিজের ছবিসহ ব্যানার নিজেই ছিঁড়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বুধবার (২০ নভেম্বর) বিকেলে চসিক কার্যালয়ের সামনে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার নিজ হাতে খোলেন তিনি।

এ সময় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে নগরের ৪১ ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুত অপসারণের নির্দেশনা দেন তিনি।  

এ সময় মেয়র বলেন, আমি বলেছি আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না।

এই শহরকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন।  নালার মধ্যে কোনো কাগজ, বোতল, প্লাস্টিক, পলিথিন কিছুই ফেলবেন না। আপনার শহরকে আপনার পরিষ্কার রাখতে হবে।

আমি মেয়র নির্বাচিত হয়েছি এজন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারবো জানি না। কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার পোস্টার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন। আমি সাত দিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রতিটা জায়গায় দেখেছি এখনও ব্যানার রয়ে গেছে। পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার-পোস্টার সব নিয়ে নেবেন।  

পাশাপাশি অন্যান্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারো নামে সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন। আমি আপনাদের যেটা বলতে চাই সবাইকে সুন্দরভাবে এই শহরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমি আমার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে গত এক সপ্তাহ আগে নির্দেশনা দিয়েছি। এখন উনাকে বলছি যে সব ব্যানার পোস্টার শুধু এখানে নয়, সারা চট্টগ্রাম শহরে যত ব্যানার পোস্টার সব ক্লিয়ার হয়ে যাক।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।