ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গারাংগিয়ায় দরিদ্রদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
গারাংগিয়ায় দরিদ্রদের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প ...

চট্টগ্রাম: সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল এলাকায় দিনব্যাপী চক্ষু ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।  

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে মধ্য গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কক্সবাজার শাহ্ মজিদিয়া প্রেসের মালিক ব্যববসায়ী নুরুল হকের ব্যবস্থাপনায় কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল, মধ্য গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহমদিয়া মজিদিয়া ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে স্পৃহা ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের একটি দল চক্ষু ক্যাম্পে সেবা দিবেন। এই চিকিৎসা ক্যাম্পে কম্পিউটারে পরীক্ষার মাধ্যমে চোখের ছানি পড়া, গ্লুকোমা, নেত্রনালী ও চোখের মাংস বৃদ্ধি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

 

পাশাপাশি বাছাই করা রোগীদের চোখে লেন্স সংযোজনের মাধ্যমে চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। একইদিন বাছাই করা রোগীদের কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।  একই স্থানে মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখবেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.সাখাওয়াত হোসাইন টুটুল।

ব্যবসায়ী নুরুল হক জানান, চক্ষু ক্যাম্পে নামমাত্র ২০ টাকা ফি দিয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানো যাবে। ক্যাম্পে ওষুধ, চশমা ফ্রি দেওয়া হবে। এছাড়া বাছাই করা রোগীদের বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চোখে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।