ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশে দ্বিতীয় অবস্থানে চবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশে দ্বিতীয় অবস্থানে চবি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে-২০২৫ এ জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিজ্ঞানে মানসম্পন্ন যৌথ গবেষণার জন্য বিশ্বে ৩০১ তম স্থান এবং দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে চবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে টাইমস ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৫ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের মোট ৭৫০টি বিশ্ববিদ্যালয় এ র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্র, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণায়, আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজের পরিধির মাপকাঠিতে।

মূলত এসব বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গবেষণা পত্রের সংখ্যা, গুনগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন গবেষণা কিভাবে গণমাধ্যমে স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ করেছে এবং কত শতাংশ শিক্ষকের গত এক বছরে গবেষণা পত্র প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এই র‍্যাংকিং প্রস্তুত করা হয়।

এবারের বৈশ্বিক র‍্যাংকিংয়ে শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।  

ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে। টাইমস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ এ বিশ্বে ১২০১ তম, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে টাইমস ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ১০০১ তম ও দেশে ৫ম, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে এশিয়াতে ৬৪১ তম স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বাংলানিউজকে বলেন, আমি মনে করি আমাদের তথ্য উপাত্তগুলো এতদিন সঠিকভাবে তুলে ধরা হয়নি। এখনো সব বিভাগের শিক্ষকরা তাদের গবেষণা, নিজেদের প্রোফাইল আমাদের ওয়েবসাইটে দেননি। এনিয়ে প্রতিনিয়ত আমরা শিক্ষকদের কাছে যাচ্ছি। ঠিকভাবে আমাদের কার্যক্রমগুলো উপস্থাপন করা গেলে আশাকরি র‍্যাংকিং আরও এগিয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।