ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমানের সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
তারেক রহমানের সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল  ...

চট্টগ্রাম: ৫ আগস্ট গুলিতে আহত সিয়ামের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তা পৌঁছে দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।  

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাটহাজারীর মেখল ইউনিয়নে আহত সিয়ামের বাড়িতে যান ব্যারিস্টার মীর হেলাল।

এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পাশে দেশনায়ক তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। এছাড়াও বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিএনপির যেসকল নেতাকর্মী গুম, খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন।

একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার অপচেষ্টা করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ আছে। ধৈর্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।  

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি' যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম অহিদু, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর মেম্বার, মেখল বিএনপি সভাপতি ইসমাঈল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক জিএম সাইফুল সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।