ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মইজ্যারটেকে আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
মইজ্যারটেকে আগুনে পুড়লো ৫ দোকান ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক মোড়ে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান।  

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৩টা ১৮মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কর্ণফুলী ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া বলেন, আমাদের একটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ফলের দোকান, মোবাইলে সার্ভিসিংয়ের দোকান, সিএনজিচালিত গাড়ির ওয়ার্কসপ এবং দুটি কুলিং কর্ণার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪ 
এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।