ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনুমোদনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার নতুন স্যুয়ারেজ প্রকল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
অনুমোদনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার নতুন স্যুয়ারেজ প্রকল্প ...

চট্টগ্রাম: কালুরঘাটের হামিদচর এলাকায় পাঁচ হাজার ১৫২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প। সোমবার (২৫ নভেম্বর) একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেলে শুরু হবে কাজ।

ওয়াসা সূত্র জানায়, ওয়াসার স্যানিটেশন ও ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় চট্টগ্রাম শহরকে ৬টি ক্যাচমেন্টে ভাগ করা হয়। প্রণীত প্ল্যানের সুপারিশ অনুযায়ী ২০২২ সালের জানুয়ারি থেকে ওয়াসার প্রথম স্যুয়ারেজ প্রকল্পের জোন-১ এর কাজ শুরু করে ওয়াসা।

এরপর অন্য ৫টি ক্যাচমেন্টের মধ্যে দুই ও চার নিয়ে আরেকটি স্যুয়ারেজ প্রকল্প তৈরি করে সরকারি সেবা সংস্থাটি।  

কালুরঘাটের হামিদচর এলাকায় প্রকল্পের মূল স্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে। এটির দৈনিক ধারণক্ষমতা হবে ৬০ হাজার ঘনমিটার। প্রকল্পের অধীনে প্রধান স্যুয়ারেজ লাইন নির্মাণ করা হবে ১১ কিলোমিটার, শাখা স্যুয়ারেজ লাইন ৭০ কিলোমিটার এবং সার্ভিস লাইন হবে ৭০ কিলোমিটার। প্রকল্পের আওতায় ৯৩২টি ম্যানহোল এবং গৃহ সংযোগ ও ক্যাচপিট নির্মাণ হবে ১৪ হাজার করে।  

প্রকল্পটি বাস্তবায়ন হলে জামালখান, চকবাজার, চান্দগাঁও, শুলকবহর ও ষোলশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসা যৌথভাবে প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে জাইকা দেবে ৪ হাজার ১৪৪ কোটি টাকা, বাংলাদেশ সরকার ৯৬৯ কোটি টাকা ও চট্টগ্রাম ওয়াসা বহন করবে ৩৯ কোটি টাকা।

প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য বাকলিয়া মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিপরীত এলাকায় ৭৪ একর জায়গা নির্বাচন করা হয়েছে। একনেকে অনুমোদনের পর ভূমি অধিগ্রহণ করা হবে।

চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার পাশা বলেন, ওয়াসার ক্যাচমেন্ট দুই ও চার নিয়ে আরেকটি স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২৫ নভেম্বর অনুমোদনের জন্য প্রকল্পটি একনেক সভায় উঠবে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।