ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং, জব্দ ১০ গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং, জব্দ ১০ গাড়ি ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে ১০টি গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্ছেদ করা হয়েছে সড়ক ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।  

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, পৌর সদরের যানজট নিরসনে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা ভাসমান দোকান অপসারণ করা হয়েছে।

এ সময় যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় ৭টি মোটরসাইকেল, ২টি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারি অটোরিকশা জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে থাকবে 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আবরারের নেতৃত্বে সেনা সদস্যরা ও বোয়ালখালী থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।