ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
টিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণ

চট্টগ্রাম:  টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় টিসিজেএ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন।

স্বাগত বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তাফা আমিন বলেন, আমাদের সবার পেশাই খুব চ্যালেঞ্জিং, তবে সাংবাদিকদের পেশা আরও চ্যালেঞ্জিং।

এইরকম চ্যালেঞ্জিং সব কিছুর সঙ্গে আমি সব সময় থাকতে পছন্দ করি।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী টিটু, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও রবিউল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা হারেছ কোম্পানি, এম আর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কতুব উদ্দিন, উপজেলা সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু তাহের, সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবউদ্দিন সিকদার, যুবদল নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ।

পরে প্রথম রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।