ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী হত্যায় জড়িত শুভ দাসের ছাত্রত্ব বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আইনজীবী হত্যায় জড়িত শুভ দাসের ছাত্রত্ব বাতিল ...

চট্টগ্রাম: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শুভ কান্তি দাস নামের এক ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।  

বুধবার (২৭ নভেম্বর) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এস এম শোয়াইবের স্বাক্ষরিত এক নোটিশে এই বিষয়টি জানানো হয়েছে।

শুভ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এতে বলা হয়, বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, হাতে দেশীয় অস্ত্রসহ একদল যুবকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত করেছেন তার পরিচিতিরা। ওই ছবিতে থাকা যুবকেরাই আলিফ হত্যায় অংশ নিয়েছেন বলে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে। খুনের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শুভর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
 বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।