ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শুধু বিসিএসের পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বললেন চবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
শুধু বিসিএসের পেছনে না ছুটে উদ্যোক্তা হতে বললেন চবি উপাচার্য ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, শুধু বিসিএস এর পেছনে ছুটবেন না। মৌলিক কাজ করুন।

কর্মকর্তা-কর্মচারী হওয়ার চেয়ে উদ্যোক্তা হওয়ার মাঝে আলাদা আনন্দ আছে। ২৩শ একরের বিশাল ক্যাম্পাসে আমাদের অনেক জমি আছে।
শিক্ষার্থীরা চাইলে সেগুলো লিজ নিয়ে কৃষিকাজে ব্যবহার করতে পারে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে  ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এছাড়া সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন। প্রবন্ধে তিনি এফএমপিই প্রকল্পের উদ্ভাবন ও কার্যাবলী তুলে ধরেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উপস্থাপন করেছে এফএমপিই বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বারি অল্প দামে যেসব কৃষি যন্ত্র উদ্ভাবন করেছে তা প্রশংসনীয়। ২৩শ একরের বিশাল ক্যাম্পাসে আমাদের অনেক জমি আছে। আমরা সেগুলো স্থানীয়দের কাছে লিজ দিই। শিক্ষার্থীরা চাইলে সেগুলো লিজ নিয়ে কৃষিকাজে ব্যবহার করতে পারে। মনে রাখতে হবে আমাদের জমি বাড়ছে না, জনসংখ্যা বাড়ছে। তাই অল্প জমিতে বারির এসব উন্নত যন্ত্রপাতির মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব।

হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে অনেক কৃষি প্রযুক্তি আবিস্কৃত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম কৃষিক্ষেত্রে আকৃষ্ট হবে। লাভজনক ব্যবসা হিসেবে তারা এটিকে গ্রহণ করবে। শিক্ষার্থীরা এ বিষয়ে গবেষণা করতে চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ ফয়সালের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার, আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন, চবির বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদ মিজবাহুজ্জামান ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার।

উল্লেখ্য, সেমিনার শেষে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।