ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুমিল্লার কান্দিরপাড়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উইকন চৌধুরী আর্কেড শপিং মল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
কুমিল্লার কান্দিরপাড়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উইকন চৌধুরী আর্কেড শপিং মল ...

চট্টগ্রাম: কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’ ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্র্যান্ডগুলোর জন্য অসাধারণ এক প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড।  

দক্ষতা ও অভিজ্ঞতার মেলবন্ধনে এই দৃষ্টিনন্দন প্রকল্পটি ব্যবসা ও বিনিয়োগের জন্য নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

ক্রেতা সাধারণ ও রেমিটেন্স যোদ্ধাদের কথা মাথায় রেখে চাহিদা ও সাধ্যের মাঝে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে আধুনিক স্থাপনার দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ লিমিটেড।  

উইকন প্রপার্টিজ লিমিটেড এর ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’ কুমিল্লাব্যাপী সবার মাঝে এমন সাড়া জাগিয়েছে, যেখানে বিনিয়োগে আকৃষ্ট করতে পরিকল্পনা থেকে পরিপূর্ণতার এক দৃষ্টিনন্দন স্থাপনা গড়তে যাচ্ছে  যা অদ্যাবধি কুমিল্লা থেকে শুরু করে  সমগ্র কুমিল্লাবাসীর কাছে লাভজনক বিনোয়োগে এক বিশাল  আশার সঞ্চার করেছে।

ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীদের আস্থা ব্যবহার হচ্ছে বিশ্বসেরা প্রযুক্তি, সর্বজন স্বীকৃত জিপিএইচ ইস্পাত এর বিশ্বসেরা ক্রাউন সিমেন্ট, রেডিমিক্স ও ইস্পাত, দ্রুততম সময়ে প্রকল্প হস্তান্তরের নিশ্চয়তা,  নিরবচ্ছিন্নভাবে তৈরি করে দিচ্ছে অসীম দৃঢ়তায় এক আগামীর বাংলাদেশ। যেখানে প্রতিটি স্বপ্ন এবং বিনিয়োগ থাকবে সুরক্ষিত ও সুদৃঢ়। এরই ধারাবাহিকতায় উইকন প্রপার্টিজ এর সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীকে ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’ সরাসরি পরিদর্শনে স্বাগত জানাচ্ছে। সবার আস্থাতেই নির্মিত হবে  সুরক্ষিত ও সুদৃঢ় ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’।  

এছাড়া ৩০০টিরও বেশি দোকানে রয়েছে বিশেষ ছাড় ও সাফ কাবলা রেজিস্ট্রেশনের সুবিধা, যা প্রতিটি  বিনিয়োগকে করে তুলবে সহজ এবং অধিক সাশ্রয়ী।  

মাসিক ২ শতাংশ পেমেন্ট প্ল্যানে ক্রেতা সাধারণ যেকোনো  বিনিয়োগে আর্থিক চাপ ছাড়াই অগ্রসর হতে পারবে, যেখানে সকল ক্রেতার জন্য থাকছে ১ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জ।  

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’ ব্যবসায়িক স্পেসের চাহিদা মিটিয়ে প্রবাসী কুমিল্লাবাসীর জন্য হালাল ব্যবসায় বিনিয়োগের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।  

‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’ কুমিল্লার কান্দিরপাড়ে শুধু একটি ভবন নয়; এটি একটি কমিউনিটি, যেখানে ব্যবসা, বিনিয়োগ এবং উন্নতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।  

কুমিল্লার গর্ব, প্রবাসীদের আস্থা এবং স্থানীয় অর্থনীতির সাফল্যের মেলবন্ধন হতে যাচ্ছে উইকন চৌধুরী আর্কেড শপিং মল। আপনার স্বপ্নের গন্তব্যে আজই বুকিং করুন এবং নিশ্চিত করুন সেরা বিনিয়োগের সেরা সুযোগ। ফোন: ০১৭০৯ ৬৬ ৫০ ৫৫, ০১৭০৯ ৬৬ ৫০ ৬৬।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।