ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রশিবিরের মতবিনিময়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
চবিতে ছাত্রশিবিরের মতবিনিময় ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সু-সংহত করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় চবির ২নং গেইট সংলগ্ন শহীদ জোবায়ের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।

 

চবি ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও শাখা সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ, সমন্বয়ক মাহফুজুর রহমান ও সাব্বির আহমেদ রিয়াদ। ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক মো. রোমান রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ, ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী এবং ইসলামী ছাত্র আন্দোলন চবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।

 

রাসেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে দূর করেছি আমরা এক হয়ে। চবিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের প্রথম দাবি হলো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে চাকসু নির্বাচন ও হল সংসদ চালু করা। দ্বিতীয়ত আবাসিক হলগুলোতে খাবারের মান আরও উন্নয়ন করা। পাশাপাশি পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। শাটলে শুধু শিডিউলই বৃদ্ধি হয়েছে, ভোগান্তি কমেনি। বাস চালুর ব্যাপারেও আমরা দাবি জানাবো।

ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক রোমান রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও সঙ্গে নিয়ে গেছে বিপুল পরিমাণ অর্থ। আর অর্থের যোগান দেওয়ার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। তাই আমাদের সকলকে সতর্ক ভুমিকা রাখতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা হলের নাম এখনও পরিবর্তন হয়নি। যা আমাদের শহীদদের আত্মার জন্য কষ্টের। এ বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান তিনি।  

ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী সকল ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হলেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই একত্রে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো।

চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ও খাবার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আবাসিক হলে যত শিক্ষার্থী খেতে চায় সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ফ্যসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে করি সকল ছাত্রসংগঠনকে আরও উদার হতে হবে। সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ মিলে এক টেবিলে বসে চা খাওয়ার সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে। যারাই ফ্যাসিবাদী কায়েম করতে চাইবে আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।