ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মির্জা কাদেরের শ্যালক সিরাজ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মির্জা কাদেরের শ্যালক সিরাজ গ্রেপ্তার ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বড় শ্যালক একেএম সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলারর নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরের গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ৫ মামলার আসামি সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে সিরাজ উল্লাহকে নোয়াখালী জেলার কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।