ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খেলাধুলার উন্নয়নে সব ক্রীড়া কমিটিকে ঢেলে সাজানো হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
খেলাধুলার উন্নয়নে সব ক্রীড়া কমিটিকে ঢেলে সাজানো হবে

চট্টগ্রাম: ফটিকছড়িতে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবলারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৩০ নভেম্বর) উপজেলার শফিকুন নূর মওলা হলে দিনব্যাপি এ মিলনমেলার আয়োজন করা হয়।

 

ফটিকছড়ি ভ্যাটার্ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় সাবেক, বর্তমান ও তরুণ ফুটবল খেলোয়াড়দের সম্মিলন ঘটে।  

সাবেক ফুটবলার হাবিবুল ইসলামের সভাপতিত্বে ও ফুটবলার আক্কাস উদ্দিন সায়েমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোজাম্মেল হক চৌধুরী।

 অনুষ্ঠানে তিনি বলেন, মোবাইল ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফটিকছড়িতে লেখাধুলার উন্নয়নে সব ক্রীড়া কমিটিকে বৈষম্যমুক্ত করে ঢেলে সাজানো হবে। সরকারি পর্যায়ে অনেক মাঠ হয়েছে। সেখানে বিভিন্ন টুর্ণামেন্ট চালু করার জন্য আপনারা এগিয়ে আসুন।  

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ওসি নুর আহমদ, সাবেক ফুটবলার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কামাল পাশা, মো. আবদুল মালেক, ইফতেখার উদ্দীন লাভলু, নুরুল আজম, বাদশা আলম চৌধুরী, শহিদুল আজম চেয়ারম্যান, বোরহান মেম্বার, মো. জাহাঙ্গীর আলম, মো.লোকমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।