ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে: নোমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
আ.লীগ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে: নোমান ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান ঘটেছে কিন্তু বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের দোসরেরা বহাল তবিয়তে রয়ে গেছে। সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্টান থেকে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারলে চলমান অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যাবে।

রোববার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরের বিএনপি কার্যালয়ের সামনে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, অবিলম্বে দুর্নীতি দমন কমিশন পুর্নগঠন করে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের বিচারের আওতায় আনতে হবে।

দেশ থেকে পাঁচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগ ১৭ বছরের শাসনামলে দেশকে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

আবদুল্লাহ আল নোমান বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির মত এত দীর্ঘ সংগ্রাম কোন সময়ে কেউ করেনি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির লাখ লাখ নেতাকমীর্ জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কেউ আর্দশচ্যুত হয়নি। বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রতিদ্বন্দী রাজনৈতিক দল। তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বৈষম্যহীন একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের মূল মন্ত্র হিসেবে কাজ করবে।

পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি ও কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে ও হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে চলমান অস্থিরতার অবসান হবে।  

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম রাসেল, মহানগর বিএনপির নেতা এস এম আবুল ফয়েজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান তূর্ষ, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাংগীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।