ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী আলিফ হত্যাকাণ্ড দেশবিরোধী চক্রান্তের অংশ: শামসুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
আইনজীবী আলিফ হত্যাকাণ্ড দেশবিরোধী চক্রান্তের অংশ: শামসুল ইসলাম ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, অ্যাডভোকেট আলিফের এই হত্যাকাণ্ড নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এটা দেশবিরোধী চক্রান্তেরই অংশ। এই খুন ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে।

পাশাপাশি তাদের এসব কর্মকাণ্ডের  নাটাই কার হাতে, কার ইন্ধনে তারা এসব অপতৎপরতায় লিপ্ত তাও খুঁজে বের করতে হবে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য ধারণ করতে হবে জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী শাসনামলের অবসান ঘটলেও তাদের ষড়যন্ত্র আজও থেমে নেই। বিভিন্ন ছক এঁকে ও বিচিত্র সব ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব দেশবিরোধী ও গণবিরোধী ষড়যন্ত্রকে ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ইস্পাতকঠিন ঐক্য ধারণ করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে রাষ্ট্রের সব জায়গায় দুর্নীতিবাজ লোকজন বসে আছে। এদেরকে সরাতে হবে। দেশে এখন এমন অবস্থা, সরকারি অফিসসমূহে এ থেকে জেড পর্যন্ত সবাই-ই আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট। আমরা বলেছি, সব কিছুতে সংস্কার আনতে হবে। এই দেশ এই জাতিকে মুক্তির পথ দেখাতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে অন্তবর্তীকালীন সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাওলানা আ ন ম শামসুল ইসলাম আদালত প্রাঙ্গণে উপস্থিত সৌজন্য সাক্ষাৎপ্রার্থী, আইনজীবী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শফিউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।