চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে চারটি স্মার্টফোন, এক ভরি স্বর্ণসহ নগদ টাকা নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত চারটি পরিবার হলো, আরব আমিরাতপ্রবাসী জাবের হোসেন, কাতারপ্রবাসী মো. সোলাইমান, কৃষক মো. ইসহাক ও মো. মূসার পরিবার।
স্থানীয় ইউপি সদস্য জাফর আলম বলেন, খবর পেয়ে আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বিই/পিডি/টিসি