ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এমপি সিরাজ ছিলেন সাদা মনের মানুষ: এরশাদ উল্লাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এমপি সিরাজ ছিলেন সাদা মনের মানুষ: এরশাদ উল্লাহ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি সবসময়ই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

মানুষ হিসেবে সৎ ও ন্যায়পরায়ণ ছিলেন। তাই মানুষ তাকে এবং তার কর্মকে স্মরণ করে এখনও।
 

চট্টগ্রাম-৮ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মোহরা ইস্পাহানী জামে মসজিদে চান্দগাঁও থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. আজম।

বিশেষ অতিথি  ছিলেন বিএনপি নেতা জাফর আলম, জানে আলম জিকু, আশরাফুল ইসলাম, মাসুদুল করিম রানা, এম ফিরোজ খান, সাবেক এমপি সিরাজের পুত্র শফিকুল ইসলাম শাহিন, ইলিয়াস চৌধুরী, মো. ইয়াছিন, মো. আবছার, মো. উসমান, মো. রাশেদ, মো. জয়নাল, ফজলুল কবির, ফিরোজ চৌধুরী, হাজী উসমান, নিয়াজ খান, ফরিদ খান, মো. আইয়ুব প্রমুখ।

সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।