ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে চবি ছাত্রদলের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে চবি ছাত্রদলের শোক  ...

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এম আসিফুল ইসলাম নূরীর মাতা ফিরোজা বেগম বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।  

ছাত্রদল নেতা এম আসিফুল ইসলাম নূরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

তারা বলেন, মরহুমা নিজ এলাকায় একজন ধর্মপ্রাণ, সচ্চরিত্র এবং পরোপকারী হিসেবে সুপরিচিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ফিরোজা বেগমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।