ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ...

চট্টগ্রাম: হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ খাইরুল বশর (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফরহাদাবাদ ইউনিয়েনের হিম্মত মুহুরী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল বশর ফটিকছড়ি খিরাম ইউনিয়নেরর ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মাস্টার বাড়ির এলাকার বাসিন্দা।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মোহাম্মদ সাহাবউদ্দিন বাংলানিউজকে বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা চালকসহ মোটরবাইকটি ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। নিহত ব্যক্তি আসরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।