চট্টগ্রাম: হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ খাইরুল বশর (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফরহাদাবাদ ইউনিয়েনের হিম্মত মুহুরী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল বশর ফটিকছড়ি খিরাম ইউনিয়নেরর ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মাস্টার বাড়ির এলাকার বাসিন্দা।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মোহাম্মদ সাহাবউদ্দিন বাংলানিউজকে বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি