ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর বলেছেন, সারের মূল্য বৃদ্ধি ও বিভিন্ন নীতির কারণে আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকরা সন্তুষ্ট ছিলেন না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির বখতপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর মধ্যে শস্য বীমা, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র স্থাপন, সমবায় ভিত্তিক চাষাবাদ চালু করা এবং কৃষকদের সেচ সুবিধা ও সার-বীজের সহজ প্রাপ্তি নিশ্চিত করা। কৃষকদের কল্যাণে নিবেদিত তার এই ভাবনা দেশের কৃষি খাতের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে কৃষকদের অবদানকে আরও সুসংহত করবে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খালেদ মাহমুদ বাবুলের সভাপতিত্বে ও বিএনপি নেতা মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক বদিউল আলম, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, কৃষকদল নেতা আহমদ উল্লাহ দনু, উপজেলা বিএনপি নেতা একেএম মহিউদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম বিএ, হাফেজ জয়নাল আবেদীন ও নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।