ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জার্মানিতে উচ্চ শিক্ষা ও অভিবাসন বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জার্মানিতে উচ্চ শিক্ষা ও অভিবাসন বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: বিনামূ্ল্যে উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং  সহজে পিআর পাওয়া; বাংলাদেশিদের জন্য এই তিনটির অবাধ সুযোগ রয়েছে জার্মানিতে।  

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির সরকারের তথ্য অনুযায়ী, ২০৩৬ সাল নাগাদ জার্মানিতে  সাড়ে ৭ মিলিয়ন বা ৭৫ লাখ কর্মজীবী অবসরে যাবেন।

অর্থাৎ আগামী এক দশকে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে জার্মানিতে। বাংলাদেশিরা চাইলে এ সুযোগ কাজে লাগানোর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার গঠনের পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের উন্নয়নে অবদানও রাখতে পারবেন।
 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত 'জার্মানিতে উচ্চ শিক্ষা ও অভিবাসন বিষয়ক সেমিনার'-এ এসব কথা বলেন মিডিয়া পার্সোনালিটি মাহমুদুল হাসান।  

জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ইগালটিউব এবং ডিগ্রিওলা ডটকম-এর উদ্যোগে  আয়োজিত সেমিনারে সহযোগিতা করে বিদেশ থেকে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী জিন্নাহ, মো. আশরাফ। সঞ্চালনা করেন রোমেনা আক্তার জবা। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শায়লা সুলতানা।  

বাংলাদেশি বংশদ্ভূত জার্মান নাগরিক মাহমুদুল হাসান বলেন, জার্মানিতে যোগ্য লোকের অভাব রয়েছে। তাই যোগ্য লোক বা নিজেকে যোগ্য করে জার্মানি গেলে কাজের অভাব হবে না। জার্মানির উন্নত অর্থনীতি এবং বিভিন্ন শিল্প ক্ষেত্রে চাকরির ভালো সুযোগ রয়েছে।  

তিনি বলেন, জার্মানির ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো উপায়ের মধ্য সহজ হচ্ছে উচ্চশিক্ষা, আউসবিল্ডুং এবং অপরচুনিটি কার্ড। বিভিন্ন শর্ত পূরণ করে অপরচুনিটি কার্ড-এর জন্য আবেদন করলে একবছরের জন্য ভিসা পাওয়া যায়। সেক্ষেত্রে জার্মানি গিয়ে জব খুঁজে নিতে হয়। তবে অনেকটা চাকরি নিয়ে জার্মানি যাওয়ার উপায় হচ্ছে আউসবিল্ডুং। প্রতিবছর ৫ লক্ষ আউসবিল্ডুং-এর পদ খালি হয়। বিপরীতে আড়াই থেকে তিন লক্ষ পূরণ হয়, বাকিগুলো শূন্য থাকে। তবে অউসবিল্ডুং এর মাধ্যমে জার্মানির ভিসা পাওয়ার জন্য অবশ্যই জার্মান ভাষা জানার যোগ্যতা পূরণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।