চট্টগ্রাম: নগরের হালিশহরের মুন্সী পাড়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় প্লাস্টিক পণ্যের (ক্যারেট) গুদামে আগুন লেগেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়েছে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
নিচে গুদাম হলেও ৭ তলা ওই ভবনের উপরের দিকের ফ্লোরগুলোতে বাসা ছিল। এতে জনমনে আতঙ্ক দেখা দেয়।
আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশু-কিশোরদের পোড়ানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ৫-১০ মিনিটের মধ্যে আগুন বন্দরে আসা আমদানি পণ্যের প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। তারপর কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এআর/পিডি/টিসি