চট্টগ্রাম: শবে বরাতকে সামনে রেখে প্রতিবছর গরুর মাংসের দাম একটু বাড়তি থাকলেও এবার স্থিতিশীল রয়েছে। বাজারে গরুর মাংস হাড়ছাড়া প্রতিকেজি ৯৫০ টাকা এবং হাড়সহ ৭৫০ থেকে ৭৭০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নগরের চকবাজার, কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দামের এ চিত্র পাওয়া গেছে।
বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৮০ থেকে ১৯৫ টাকা, সোনালী মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, দেশি মুরগি ৫৪০ থেকে ৫৮০ টাকা, লেয়ার লাল মুরগি ৩০০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা, কাতলা ৩২০ থেকে ৪৫০ টাকা, পাবদা ও শিং ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ও আইড় ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ট্যাংরা প্রতিকেজি ৬০০ টাকা, শোল মাছ ৭০০ থেকে ১ হাজার টাকা, চাষের কই ২৫০ থেকে ৩৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২৫০ টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা দরে।
বাজারে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। দেশি মুরগির ডিমের দামও প্রতি ডজনে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪৫ থেকে ২৫০ টাকা দরে। হাঁসের ডিম প্রতিডজন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
শাকসবজির দাম আগের মতোই আছে। শাকসবজি বরাবরের মতো ক্রেতাদের নাগালের মধ্যে আছে। বাজারে নতুন আলু প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকা, লাল আলু, সাদা আলু, বগুড়ার আলু ২০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সবজির মধ্যে কাঁচামরিচ ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন, মানভেদে ২০ থেকে ৩০ টাকা, মূলা, বাঁধাকপি, ফুলকপি, শিম, শসা, টমেটোর দাম ১৫ থেকে ৪০ টাকার মধ্যে। এছাড়া শসা ৩০, মিষ্টিকুমড়া ৩০, করলা ৪০, মটরশুঁটি ৭০, গাজর ৪০ টাকা, বরবটি ৫০ ও লাউ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক, লাউ শাক, মুলা শাক, পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
বাজারে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি দেশি রসুন ২৩৫, চায়না রসুন ২০০ থেকে ২২০ টাকা, ভারতীয় আদা ১০০ থেকে ১২০ টাকা, চায়না আদা ২২৫ টাকা, দেশি আদা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরের বহদ্দারহাটে বাজার করতে এসেছেন স্কুল শিক্ষক রমজান আলী। মাছ মাংস ও সবজি কিনে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, আগের চেয়ে সবজি, ডিম ও মাংসের দাম স্বাভাবিক রয়েছে। তবে, সিন্ডিকেটকে নজরদারিতে রাখতে হবে। যাতে তারা অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বিই/টিসি