ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস লাইনের লিকেজ থেকে সড়কে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
গ্যাস লাইনের লিকেজ থেকে সড়কে আগুন গ্যাস লাইনের লিকেজ থেকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে আগুন জ্বলছে

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলতে দেখে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)।

আগুনের কারণে নগরের ষোলশহর থেকে ২ নম্বর গেইটমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে রাত ১০টায় আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি।

এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিয়েছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করার পর মাটি খুঁড়ে সংস্কার করা হবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি কেজিডিসিএলের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমআই/টিসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।