চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলতে দেখে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিয়েছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করার পর মাটি খুঁড়ে সংস্কার করা হবে।
এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি কেজিডিসিএলের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমআই/টিসি/এমজেএফ