ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশ আসনে জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
চন্দনাইশ আসনে জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ  ...

চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ এ আসনে ডা. শাহাদাৎ হোসেনকে প্রার্থী ঘোষণা করেন।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে অনুষ্ঠিত দলটির দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক।

জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, শুরা সদস্য মাওলানা আয়ূব আলী, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ইসলামীর আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক আমীর ডাক্তার আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা, সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি নাছের উল্লাহ, জামায়াত ইসলামী সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।