ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপিদের নামে আনা গাড়ি নিলামে সাড়া নেই!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সাবেক এমপিদের নামে আনা গাড়ি নিলামে সাড়া নেই! সাবেক এমপিদের নামে আমদানি করা গাড়ি।

চট্টগ্রাম: সাবেক সংসদ সদস্যদের (এমপি) নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা জাপানি ল্যান্ড ক্রুজার জেডএক্স (এফজেএ৩০০আর) বিলাসবহুল গাড়ির  নিলামে আশানুরূপ সাড়া মেলেনি। এর মধ্যে ১০টি গাড়ি কিনতে কেউ আগ্রহ দেখাননি।

১৩ গাড়ির বিপরীতে ২৮ জন বিডার আগ্রহী হলেও জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মে নির্ধারিত (সংরক্ষিত) দরের ৬০ শতাংশ না হওয়ায় আবার নিলাম ডাকা হতে পারে। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা।

তবে সাবেক এমপিদের গাড়িতে আগ্রহ কম থাকলেও এর বাইরে যেসব গাড়ির নিলাম হয়েছে সেগুলোতে ভালো সাড়া পেয়েছে কাস্টমস। দুইটি গাড়ির নির্ধারিত দরই দিয়েছেন বিডাররা। বাকিগুলোতে ৬০ শতাংশের বেশি পড়েছে দর।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ই নিলামে এমন চিত্র দেখা যায়।  

কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বাংলানিউজকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ অনুযায়ী সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ দর না আসায় সাবেক এমপিদের গাড়ি প্রথম নিলামে কেউ পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই দ্বিতীয় নিলামে উঠবে এসব গাড়ি।  

তিনি বলেন, এমপিদের গাড়ির বাইরে যেসব গাড়ি ছিল সেগুলোতে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের বেশি পাওয়া গেছে। একটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ১ কোটি ৩৭ লাখ, আরেকটি গাড়ির মূল্য ছিল ৩০ লাখ ৩৮ হাজার। দুইটি গাড়িই ওই দাম দিয়েছেন বিডাররা। এখন এসব গাড়ির বিপরীতে নতুন করে কোনো মামলা হয়েছে কিনা যাচাই করে নিলামকারীদের হস্তান্তর করা হবে।  

সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত অনলাইন নিলামে জাপানের ল্যান্ড ক্রুজার তোলা হয় ২৬টি। এর মধ্যে ২৪ জন সাবেক এমপির গাড়ি ২০২৪ মডেলের এবং অন্য দুইটি আরও আগের। নিলামে ছিল পাঁচটি টয়োটা হ্যারিয়ার, দুইটি টয়োটা র‌্যাভ ফোর, একটি টয়োটা এস্কোয়ার ও চীনের তৈরি হেভি ডিউটির সিনো ডাম্প ট্রাক ১০টি। নিলামকারীদের জন্য গাড়ি দেখার সুযোগ ছিল ২-৪ ফেব্রুয়ারি।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।