ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে: ইসরাফিল খসরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে: ইসরাফিল খসরু সেহেরি সামগ্রী বিতরণ করছেন ইসরাফিল খসরু চৌধুরীসহ অন্যরা।

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী বলেছেন, সরকারের ভেতরে থেকেই একটি অংশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে।

তাই যেকোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে, কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে।  

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ৩৮ নম্বর ওয়ার্ড আব্দুল খালেক সওদাগরবাড়ি সংলগ্ন মাঠে পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরের বন্দর থানা কৃষকদলের উদ্যাগে অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরিসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন জানিয়ে ইসরাফিল খসরু বলেন, জনগণের ঐক্যই পারে সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে। বিএনপির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে পারি, আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দাবি অনেক আগে দিয়েছি যখন এই সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলোর সঙ্গে আজকের যে প্রস্তাব উঠে আসছে সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না।

বন্দর থানা কৃষকদলের সভাপতি সাইদুর রহমান রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরানের সঞ্চালানায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক স্থনীয় সরকার সম্পাদক হাজী মো. কামাল উদ্দীন, মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব সাবের আহমদ টারজান।  

উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীন, মহানগর কৃষকদল নেতা মো. দিদার, মাহবুব আলম, আব্দুর নূর মিঠু, মোস্তাক আহমেদ, নেজাম উদ্দীন ও মো. আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।