চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে। গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার জানিয়ে মীর হেলাল বলেন, দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে।
১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকে সভাপতিত্বে হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন জনি, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব খাঁন,
চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল আলম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী ও ১৪ নম্বর শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর খাঁন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমআই/টিসি