ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একমাসে চবির পাহাড়ে ৫ বার আগুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
একমাসে চবির পাহাড়ে ৫ বার আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের টেলিটক পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাহাড়ি অনেক গাছগাছালি।

এ নিয়ে গত একমাসে ৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চবির টেলিটক পাহাড়ে আগুনের সূত্রপাত হয়।

যা পরে বিকাল ৩টার দিকে বৃহৎ আকার ধারণ করে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে চবির প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগুন লাগার সূত্রপাত যদিও দুপুর ১২টার দিকে হয়েছে। তবে আমরা জেনেছি বিকাল ৩টার দিকে। পরে নিরাপত্তা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং হাটহাজারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

পাহাড়ে আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে চবি প্রক্টর বলেন, এখানে একটা মহল আছে যারা পাহাড়ে বিভিন্ন চাষাবাদ করে। সহজে জায়গাগুলো পরিষ্কারের জন্য তারা পাহাড়ে আগুন লাগিয়ে দেয়। গত একমাসে এ নিয়ে পাঁচবার পাহাড়ে আগুন দিয়েছেন তারা। আমাদের ধারণা, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী এবং স্থানীয় লোকজন জড়িত। এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান বলেন, আগুন লাগার খবর শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পাহাড়ে বিভিন্ন জায়গায় আগুন লাগায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আমরা প্রায় আড়াই থেকে তিন ঘণ্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।