ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লুট হওয়া অস্ত্র উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ ৬ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
লুট হওয়া অস্ত্র উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ ৬ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে মো. রিয়াদ নামের এক পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২০ মার্চ) পতেঙ্গা থানাধীন কাঠগড় ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও ৭টি গুলি উদ্ধার করা হয়।  

অন্যরা হলেন- আবদুল গণি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মো. ইসহাক।

তারা কনস্টেবল রিয়াদের সহযোগী। রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতকানিয়ায়। তাকে গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ছয় জনকে আদালতে হাজির করা হয়। কনস্টেবল রিয়াদ, আবু বক্কর ও মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আবদুল গণি ও ফরহাদ হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামি ইসহাক জবানবন্দি না দেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

পতেঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় নগরের কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন।  

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের। লোহাগাড়া থানা থেকে গত আগস্টে লুট হয়েছিল।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।