ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে: আবু সুফিয়ান

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে: আবু সুফিয়ান বক্তব্য দিচ্ছেন আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও আমরা কিন্তু এখনো গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার করতে পারিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই তখনই শেষ হবে, যখন সবার অংশ নেওয়ার মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সে নির্বাচনে দেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।
তখন জনগণের সরকার প্রতিষ্ঠার মাধম্যে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। দেশবাসীর প্রত্যাশা বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

রোববার (২৩ মার্চ) বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ডস্থ উওর মোহরা ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, সরকারের উচিত গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা। কেননা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিগত ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ ১৫ বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির নেতা-কর্মীরা যে পরিমাণ হামলা-মামলা, গুম-খুন ও অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।  

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক চৌধুরী, থানা বিএনপির নেতা সালামত আলী, মহানগর যুবদল নেতা জমির উদ্দিন মানিক, মোহরা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, মো. ইব্রাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।